



সাশ্রয় নিউজ ★ কলকাতা : বেশ কিছু মাস আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাইয় ইন্ডিয়ানস ক্যাপ্টেন্সি তুলে দেয় হার্দিক পাণ্ডিয়ার হাতে (Hardi Pandya)। তবে সমর্থকদের আশা ছিল, হয়ত রোহিত শর্মাই (Rohit Sharma) পূর্বের মতনই ওই আইপিএল-এও (IPL 2024) ক্যাপ্টেন থাকবেন। উল্টোটাই অবশ্য দেখা যায় মুম্বাই ইন্ডিয়ানস (MI) টিম ম্যানেজমেন্টে থাকা কর্তা ব্যক্তিদের থেকে। হার্দিক ক্যাপ্টেন হতেই আশাহত হন রোহিত শর্মার ফ্যানেরা। এ জন্য অবশ্য হার্দিককে কম বিদ্রুপের মুখোমুখি হতে হয়নি! এমনকী শোনা যায় যে, মুম্বাই ইন্ডিয়ানসের ড্রেসিংরুমেও তার প্রভাব পড়ে। এমনও শোনা যায়, হার্দিককের অবস্থা হয়েছিল প্রায় একঘরে মতনই! তবে এপ্রসঙ্গে মুম্বাই ইন্ডিয়ানস দলের গুরুত্বপূর্ণ পেশার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) মন্তব্য করেন, ‘আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আবেগের একটা বিরাট জায়গা রয়েছে। আমরা বুঝতে পারি, সমর্থকদের কোনও সিদ্ধান্ত খারাপ লাগলে তাঁরা রেগে যান। আর সেটা আবেগের বশেই হয়। মানুষকে তো আর থামানো যায় না। নিজের ফোকাস ঠিক রাখতে হয়। সমর্থকদের চিৎকার কানে যাবে ঠিকই, কিন্তু ক্রিকেটার হিসেবে আমাদের সেই আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়। আর হার্দিকও সেটাই করেছিল।’ হার্দিকের সতীর্থ বুমরা আরও বলেন, ‘আমরা বরাবর ওর পাশে থেকেছি। ওকে উৎসাহিত করার চেষ্টা করেছি। ওকে বোঝাতে চেয়েছি যে, দল হিসেবে আমরা ওর পাশে রয়েছি। আমরা প্রায়ই ওর সঙ্গে কথা বলেছি। ওর পরিবার পাশে ছিল। কিছু কিছু জিনিসে কারও নিয়ন্ত্রণ থাকে না। তাই অন্য পরিস্থিতি তৈরি হয়।’ বুমরা এও বলতে ভোলেননি, ক্রীড়াবিদের কাছে ভালবাসার মতন সমালোচনাও গুরুত্বপূর্ণ অংশ। তবে ভাল দিকগুলিতে চোখ রেখেই এগোতে হয়।
ছবি : সংগৃহীত
আরও খবর : Mamata Banerjee : ‘বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে ‘ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
