



যীশু-নীলাঞ্জনার দাম্পত্যে ভাঙন!
সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সম্প্রতি যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত (Jisshu Sengupta Nilanjana Sengupta) –এর দাম্পত্য ভাঙন সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন। বেশ ক’য়েক দিন আগে থেকেই এই গুঞ্জন আরও জোরাল হয়। সত্যিই কী যীশু ও নীলাঞ্জনার বৈবাহিক সম্পর্কে দাঁড়ি পড়তে চলেছে? এবিষয়ে তাঁরা কী বলছেন?

দু’জনেই বলিউড ইণ্ডাষ্ট্রিতে পোক্ত জায়গা করে নিয়েছেন। একদা নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta) অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও পরে সরে আসেন। মন দেন সংসার ও প্রযোজনা ব্যবসায়। অন্যদিকে যীশু (Jisshu Sengupta) অভিনয়কে আশ্রয় করে এগোতে থাকেন। বাংলার পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইণ্ডাষ্ট্রিতে তাঁর বেশ কিছু কাজ নজর কেড়েছে দর্শকদের। তাঁদের দাম্পত্য, ব্যবসা ও অভিনয় বেশ ভালই চলছিল। তার ভেতর হঠাৎ কী হল নীলাঞ্জনা ও যীশুর সংসারে!
সম্প্রতি অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নীলাঞ্জনা। তারপর থেকেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে চর্চা নেটাগরিকদের ভেতর। হাসপাতাল থেকে ফিরেই নীলাঞ্জনার সমাজ মাধ্যম অ্যাকাউন্টের একটি পোস্ট ঘিরে চঞ্চল হয়ে ওঠে একাংশের সংবাদ মাধ্যম ও নেটাগরিকরা।

কী ছিল নীলাঞ্জনা সেনগুপ্ত-এর সেই পোস্টে। তিনি ওই পোস্টে লেখেন, ‘এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।’ উল্লেখ্য যে, সাম্প্রতিক অতীতেই নীলাঞ্জনা তাঁর মা’কে হারিয়েছেন! তারপর কী হারালেন? তবে কী দাম্পত্যে ভাঙন! নাহ। এবিষয়ে এখনও মুখ খোলেননি যীশু ও নীলাঞ্জনা কেউ-ই।
অন্যদিকে একটি বেসরকারি চ্যানেলে করা যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত-এর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে যীশু ডিভোর্স ও কন্ট্যাক্ট ম্যারেজ বিষয়ে বলেন, ‘একটা সম্পর্কে দু’জন দু’জনকে বোঝাটা খুব জরুরি, সেটা বন্ধুত্ব হোক, প্রেম হোক বা স্বামী স্ত্রী যাই হোক। যেদিন বুঝব যে আমরা আর একে অন্যকে বুঝতে পারছি না, বা চাইছি না তখন আলাদা হয়ে যাব।’ উল্লেখ্য, ওই চ্যানেলে অভিনেতার ‘যীশু সেনগুপ্ত প্রোডাকশন হাউস’ ‘লাভ বিয়ে আজকাল’ শীর্ষক একটি মেগা সিরিয়াল প্রযোজনা করে। মেগাসিরিয়ালটি শেষ হওয়ার পরে ওই সিরিয়াল ও নিজেদের দাম্পত্য জীবন সম্পর্কে যীশু ভিডিওটিতে বলেছিলেন বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও খবর : Iman Chakraborty on Kalki 2898 AD : ‘অনেকদিন পর সিনেমা হল থেকে হাফেরও কম দেখে বেরিয়ে এলাম’ : ইমন
