



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দমদম লোকসভা আসনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। বর্ষীয়ান তৃণমূল নেতার জয়ে গগণা কেন্দ্রের বাইরে জয়ের আনন্দ প্রকাশ করতে থাকেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। একে-অপরকে সবুজ আবীর মাখিয়ে দেন তাঁরা। বর্ষীয়ান রাজনীতিক সৌগত রায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শীলভদ্র দত্তকে ৭০১৯৯ ভোটে পরাজিত করে গণতন্ত্রের উৎসবে ওই আসন থেকে ফের জয়ী হন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Loksabha Election 2024 result : বীরভূমে জয়ী হলেন শতাব্দী রায়
