



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভোট পপরবর্তী অশান্তির রুখতে বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোস এর। রাজ্যপাল লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে কোনও হিংসায় পা না বাড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। রাজ্যপাল তাঁর বার্তায় বলেন, “ফলাফল স্পষ্ট হওয়ার পর সমাজবিরোধী-গ্যাংস্টাররা সুযোগ নিতে পারে। সকলেই সতর্ক থাকবেন। ফল যা হবে তা মেনে নেবেন।” উল্লেখ্য যে, রাজভবনের পিস রম থেকে ভোট গননার দিন রাজ্যপাল নজরদারি করবেন বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ১২
