Sasraya News

Saturday, March 15, 2025

Mohammad Mokhber as Iran’s acting president : ইরানের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন মহম্মদ মোখবার

Listen

সাশ্রয় নিউজ ★ তেহরান : ইরানের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট মনোনীত হন, দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ মোখবের (Mohammad Mokhber as Iran’s acting president)। গত রবিবার প্রেসিডেন্ট রাইসি কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। এরপর সোমবার দেশটি, অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে আয়াতুল্লাহ আল খামেনি মোখবের নাম অনুমোদন করে বলে উল্লেখ। ইরানের সাংবিধানিক নিয়ম অনুসারে আগামী পঞ্চাশ দিনের ভেতর স্থানী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে মহম্মদ মোখবার প্রায় দু’মাস দেশের দায়িত্বভার সামলানোর দায়িত্ব পাবেন বলে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারে ছিলেন সেই হেলিকপ্টারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে উল্লেখ। শুধু তাই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে দাবী করা হয় যে, দুর্ঘটনা স্থল থেকে কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। ঘন কুয়াশার ভেতর দিয়ে উড়ে যাওয়ার সময় পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট রাইসির কপ্টারটি দুর্ঘটনার মধ্যে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র এ-ও দাবী করে যে, কপ্টারটিতে প্রেসিডেন্ট রাইসির সঙ্গী ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানও। ছবি : সংগৃহীত 

আরও খবর : PM Narendra Modi : প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment