



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী খোঁজার প্রক্রিয়া শুরু করে দিল বোর্ড (BCCI)। সম্প্রতি বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে কোচের জন্য আবেদনপত্র চাওয়া হয়। বিসিসিআই-এর (BCCI) অফিসিয়াল এক্স-হ্যাণ্ডেলে এই বিজ্ঞপ্তি ও ফর্ম দেওয়া হয় বলে উল্লেখ। সূত্রের খবর, সেই বিজ্ঞপ্তি দেখে অনেকে আবেদন করেছেন তাঁরা ক্রিকেটের সঙ্গেই নাকি যুক্ত নয়। ঘটনায় হিমসিম বিসিসিআই। অবশ্য এই ঘটনা নিয়ে অফিসিয়ালি বোর্ডের পক্ষে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর যে, চেন্নাই সুপার কিংসের কোচ তথা নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে বোর্ড কথা বলছে দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য। ফ্লেমিং ২০০৯ সাল থেকে চেন্নাইয়ের দায়িত্ব সামলাচ্ছেন। তবে স্টিফেন ফ্লেমিং ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন কিনা তা সময়েই জানা যাবে। ছবি : সংগৃহীত
আরও পড়ুন : IPL 2024 : পাঞ্জাব রাজস্থান ম্যাচ
