



সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে (London) ছুরির আঘাতে প্রাণ হারালেন এক প্রবীণা। তিনি ভারতীয় বংশোদ্ভূত। নিহতের নাম অনীতা মুখে (৬৬)। ওই ভারতীয় বংশোদ্ভূত প্রবীণা ন্যাশনাল হেলথ সার্ভিস মেডিক্যাল সেক্রেটারি ছিলেন। চলতি মাসের গত সপ্তাহে লন্ডনের এডগার এলাকার একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় বছর ২২ এর একজন তরুণ তাঁর ওপর চড়াও হয়। এলোপাতাড়ি ছুরির আঘাত করে গলায় ও বুকে। পুলিশ ও এয়ার অ্যাম্বুলেন্স এসে মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা করে বলে উল্লেখ। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন অনীতা মুখে। অভিযুক্তকে গ্রেফতার করা হয় ও কোর্টে তোলা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ওই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে। অভিযুক্তের বিরুদ্ধে খুন ও বেআইনি অস্ত্র অস্ত্র রাখার অভিযোগ নিয়ে আসে পুলিশ। -সংগৃহীত ছবি
আরও খবর : Kolkata Metro : মেট্রোয় আত্মহত্যা, বিঘ্নিত পরিষেবা
