



সাশ্রয় নিউজ ★ বসিরহাট : বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেওয়াল লিখনে রং ঢেলে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। খড়িডাঙায় ওই ঘটনাকে কেন্দ্র করে আক্রান্ত হন বিজেপির এসসি মোর্চার সভাপতি। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে যান বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র। তিনি গ্রামে পৌঁছাতেই গো ব্যাক স্লোগান ওঠে। বচসা বাধে দুই পক্ষের ভেতর। বিজেপি প্রার্থীর গাড়ি আটকানোর হয় বলে উল্লেখ। আরও উল্লেখ যে, বিজেপি নেতারা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশী ব্যারিকেডের মুখে পড়তে হয়। এবং ঘটনায় পুকিশ ও বিজেপি কর্মীদের ভেতর বচসাও বাধে। পরে ছয়জন বিজেপির প্রতিনিধি দল থানায় অভিযোগ জানান বলে সূত্রের খবর। ঘটনায় বিজেপি নেতৃত্ব বসিরহাট-টাকি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন বলে উল্লেখ। -সংগৃহীত ছবি
আরও খবর : Team India T20 WC 2024 Secured : টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা, প্রথম একাদশে নেই রিঙ্কু, শুভমন…
