



সাশ্রয় নিউজ ডেস্ক ★ হরিহরপাড়া : শুক্রবার লোকসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্রের ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ইভিএম-এ। দেশে সাত দফা লোকসভা ভোটের তৃতীয় দফার ভোট মে মাসের সাত তারিখ।
ওই দিন মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গীপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাম-কংগ্রেস প্রার্থী সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের আবু খান। এছাড়াও বিজেপি আইএসএফ, এসইউসিআই(সি) সহ আরও বেশ কিছু দল এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় প্রচারে আসেন বাম কর্মী অভিনেতা বাদশা মৈত্র (Badsha Maitra) স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বাম-কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করেন। কথা বলেন সাধারণ মহিলা ও পুরুষ ভোটারদের সঙ্গেও। তাঁর কাছে এলাকার বিভিন্ন সমস্যার কথা এলাকাবাসীরা তুলে ধরেন বলে উল্লেখ। ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Lok Sabha Polls 2024 : ভোট শুরুর ঘন্টাখানেকের ভেতর ৬০ টি অভিযোগ
