



সাশ্রয় নিউজ ডেস্ক ★ দক্ষিণ দিনাজপুর : রাজ্যের দ্বিতীয় দফার লোকসভার ভোট (Lok Sabha Polls 2024) গ্রহণ শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। ভোট শুরুর ঘন্টাখানেকের ভেতরেই ৬০ অভিযোগ দায়ের করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে উল্লেখ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের হেনস্থার অভিযোগ আনে রাজ্যের শাসক দল। ঘটনায় নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে বলে সূত্রের খবর। কুশমণ্ডি-এর উদয়পুর ১৪১ নম্বর বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ। উল্লেখ্য দক্ষিণ দিনাজপুরে প্রধানত ত্রিমুখী ভোটের লড়াই বাম, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ভেতর। বালুরঘাট আসনে লড়ছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, বিজেপির বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বাম-কংগ্রেস প্রার্থী আরএসপি’র জয়দেব সিদ্ধান্ত। ছবি : সংগৃহীত
আরও খবর : Lok Sabha Vote 2024 : ভোট দিলেন সপুত্র দীপা দাশমুন্সি
