



সাশ্রয় নিউজ ★ বালুরঘাট : ভোট চলাকালীন উত্তেজনা বালুরঘাট (Balurghat) শহরে। এক মহিলা বিজেপি কর্মীকে সপাটে চড় মারার অভিযোগ আরেক মহিলার বিরুদ্ধে। ২২ নম্বর ওয়ার্ডের বিজেপির ওই কর্মীর নাম রাখী শীল। স্থানীয় বিজেপির অভিযোগ, রাখী দেবীকে রুবিতা মহন্ত নামে এক তৃণমূল মহিলা কর্মী চড় মারেন। রুবিতা দেবী তৃণমূল ওয়ার্ড সভাপতির স্ত্রী। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেন। তাঁর কথায়, ‘চড় মরিনি। ধাক্কা মেরেছি। সুকান্ত মজুমদার আসায় ভিড় জমে যায়। সাধারণ ভোটারদের অসুবিধা হচ্ছিল। তাই প্রতিবাদ করি। সেটার ভিডিও করছিলেন মহিলা বিজেপি কর্মী।’ -প্রতীকী ছবি
আরও পড়ুন : Birbhum : বাতিল বিজেপি প্রার্থীর প্রার্থীপদ
