



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : রাজনৈতিক সৌজন্য ব্যাপারটি এসময়ের রাজনীতিতে খুব একটি দেখা যায় না। সময়ের নিরিখে তা ম্রিয়মাণ। কিন্তু একেবারেই মিশিয়ে যায়নি। এর আগেও ঘাটালের দু’বারের তৃণমূল সাংসদ দীপক অধিকারী রাজনৈতিক সৌজন্যের পরিচয় দেন। এবার বালুরঘাটের সাংসদ ও রাজ্য বিজেপি’র সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে দেব বলেন, ‘আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা বিজেপিতে আছে, তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত দা কে শুভেচ্ছা.। মন থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল , কে জিতবে কে হারবে ৪ তারিখ দেখে নেব।’ কুশমন্ডির সভা থেকে যখন দেব এই কথা বলেন, তার উত্তরও দেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বলেন, দেব খুব ভাল ছেলে। ‘দেব এরকম বলেছে। বেচারা চাপে পড়েছে। দেবাংশুও আমাকে বলে গেছে লোক ভাল। দেবের ওখানে দেবকে খারাপ বলব না, তৃণমূলকে বলব’ । সুকান্ত আরও বলেন, ‘দেব খুব ভাল ছেলে, বেকায়দায় পড়ে তৃণমূলের প্রার্থী হয়েছে’। চলতি লোকসভা নির্বাচনে সুকান্ত বাবু ও দেব দু’জনেই দু’টি আসন থেকে লড়ছেন দু’জনে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ হলেও রাজনৈতিক সৌজন্য বিনিময়ে নতুন বার্তা যোগ করেন বর্তমান রাজনৈতিক মহলে, মত রাজনৈতিক বিশ্লেষক মহল সূত্রে। ছবি : সংগৃহীত
আরও খবর : SSC Recruitment Scam Verdict: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
