



রুহুল আমীন ★ খুলনা, বাংলাদেশ : বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়ায় বজ্রপাতে এক যুবকের প্রাণহানি হয়। রবিবার সকাল ৮ টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত ওই যুবকের নাম ওবায়দুল্লাহ গাজী (২৫)। তিনি ওই গ্রামের দেলোয়ার হোসেন গাজীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে ওবায়দুল্লাহ কানাইডাঙ্গা বিলে নিজের মৎস্য ঘেরে ঘাস কাটতে যায়। সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়া এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এসময় ওবায়দুল্লাহ নিজ ঘেরের বাড়িতে অবস্থান করেন। সকাল ৮ টার দিকে বজ্রপাতে বাড়ির ভিতরেই তার মৃত্যু হয় বলে উল্লেখ। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সাহা বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Gang Raped : ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৫
