



সাশ্রয় নিউজ ডেস্ক ★ আসানসোল : এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ (Gang Raped)। অভিযোগ ৭ যুবকের বিরুদ্ধে। তাঁরা বীরভূমের বাসিন্দা। নির্যাতিতার বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ পাঁচজন যুবককে গ্রেফতার করে। নির্যাতিতা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সে নবম শ্রেণীর পড়ুয়া। বয়স ১৫। আসানসোল জেলা হাসপাতালেই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
সূত্রের খবর যে, আসানসোলের চিঁনচুড়িয়া গ্রামে রক্ষাকালী পুজো উপলক্ষ্যে মেলা বসে। সেই মেলায় বীরভূম থেকে বিক্রেতা ওই মেলায় পসরা নিয়ে যায়। সাত দিনের মেলায় বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দিন। ওই দিন রাতে বছর ১৫ -এর এক শিক্ষার্থী শৌচকর্ম করতে যায়। পরিবারের অভিযোগ, ওই সময় ওই নাবালিকাকে মেলার সাতজন হকার তুকে নিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে হীরাপুর থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ শুক্রবার পাঁচজন যুবককে গ্রেফতার করেছে। তাঁদের নামে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় বলে পুলিশ সূত্রে উল্লেখ।
ঘটনার প্রতিবাদে বরাবনি থানায় বিক্ষোভ দেখান বাউরী সমাজের মানুষজন। ঘটনার নিন্দা করেছেন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরী। গণধর্ষণের ঘটনা সম্পর্কে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সুপার (হীরাপুর) ঈপ্সিতা দত্ত জানান, “নবম শ্রেণীর পড়ুয়ার উপর শারিরীক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।” ছবি : প্রতীকী
আরও খবর : HD Kumaraswamy : মনোনয়ন জমা দিলেন কুমারস্বামী
