



সাশ্রয় নিউজ ★ মান্ড্য : মনোনয়ন জমা দিলেন জেডিএস – বিজেপি প্রার্থী এইচ ডি কুমারস্বামী (HD Kumarswami)। বৃহস্পতিবার মান্ড্য, লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা ও জেডিএস-বিজেপি বহু কর্মী। তার আগে কুমারস্বামী তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস প্রধান এইচ ডি দেবগৌড়া ও মায়ের আশীর্বাদ নেন। মান্ড্যের শ্রী অর্কেশ্বরী মন্দিরে পুজোও দেন। ছবি : সংগৃহীত
আরও খবর : Chennai : মুক্তিপেলেন ১৯ জন মৎস্যজীবী
