Sasraya News

Saturday, March 15, 2025

Cristiano Ronaldo : সৌদি প্রো লিগে ফর্মে ক্রিস্টিয়ানো রোনালদো

Listen

সাশ্রয় নিউজ ★ রিয়াদ : বেশ ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো (Cristiano Ronaldo)। সৌদি প্রো লিগে আলভার বিরুদ্ধে মাত্র তিন দিনের ভেতর বড় জয় পেল আল নাসের। ম্যাচটি তাঁরা জেতেন ৮-০ তে। এদিন পর্তুগীজ স্ট্রাইকারের পা থেকে আসে তিনটি গোল। যথাক্রমে ১১ মিনিট, ২১ মিনিট ও ৪২ মিনিটের মাথায় ক্রিস্টিয়ানো রোনালদো গোলগুলি করেন। এবং গোল করতে সহায়তাও করেন। শনিবার আল তাইয়ের বিরুদ্ধে ম্যাচে ৫-১ গোলে জয়ী হয় আল নাসের। রোনালদো ওই দিনও হ্যাট-ট্রিক করেন। রোনালদো-এর দুই ম্যাচে জোড়া হ্যাট-ট্রিক ও এই জয় পেয়ে টুর্নামেন্টে বেশ ভালো জায়গায় আল নাসের। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Taiwan Earthquake : উচ্চমাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। হত সাত, আহত অন্তত ৭০০

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment