Sasraya News

Friday, March 14, 2025

Bihar : জামুইতে নির্বাচনী প্রচারে যাবেন প্রধানমন্ত্রী

Listen

জামুইতে নির্বাচনী প্রচারে যাবেন প্রধানমন্ত্রী

সাশ্রয় নিউজ ★ জামুই : বিহারের (Bihar) জামুইতে নির্বাচনী প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । বিজেপি সূত্রে খবর, এপ্রিল মাসের ৪ তারিখে তিনি জামুই আসবেন। জামুইয়ের খয়রা ব্লকে একটি নির্বাচনী সভা করার কথা প্রধানমন্ত্রীর। জামুই জেলা বিজেপির সভাপতি কানহাইয়া কুমার সিং জানান, খয়রা ব্লকের কাছে নাবিয়ানা সেতুর কাছে এনডিএ প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অন্য কর্মসূচিতে যাবেন। -ফাইল চিত্র 

আরও পড়ুন : PM Narendra Modi : কংগ্রেসকে আক্রমণ নমোর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment