



সাশ্রয় নিউজ ★ কালনা : ইট-পাথর চাপা দিয়ে বৃদ্ধা শাশুড়িকে শাস্তি বৌমার। মঙ্গলবার ঘটনাটি ঘটে কালনার প্রতাপনগরের শিমুলতলায়। বৃদ্ধার নাম বকুল রাণী দাস (৮০)। শাশুড়ির প্রতি বৌমার নির্মম অত্যাচারের ভিডিও করে স্থানীয়দের কাছে ছড়িয়ে দেন প্রতিবেশীরা।
ভিডিও দেখে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। ওই বাড়িতে জমায়েত হন বহু মানুষ। বৃদ্ধার বৌমা ঝর্ণা দাস প্রথমে জানান, চিকিৎসকের পরামর্শতে এটা করেন। তাকে শাস্তি বলতেও নারাজ ওই মহিলা। পরে অবশ্য তিনি ভুল স্বীকার করেন, ‘আমি অন্যায় করেছি। ভুল করেছি।’ তবে নির্মম ঘটনার প্রতিবাদে কালনার শিক্ষিত মহল সুর চড়িয়েছে। তাঁদের কথায়, এ অত্যাচার সহ্য করা যায় না। ওই মহিলার আইনী শাস্তির দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন : Weather : বসন্তে বর্ষার ঘ্রাণ, ভিজল রাজ্য
