



সাশ্রয় নিউজ ★ নেপিডো : মায়ানমারের জান্তা সরকারের থেকে রাথিডং শহরের দখল নিল বিদ্রোহী জনগোষ্ঠী আরাকান আর্মি (Arakan Army)। শহরটি মায়ানমারের রাখাইন রাজ্যের অন্তর্ভুক্ত। দুই সপ্তাহ জান্তা সরকারের আর্মির সঙ্গে টানা লড়াই করে ওই বিদ্রোহী জনগোষ্ঠী। সংবাদ সংস্থাকে রাকাইন আর্মির পক্ষ থেকে একটি প্রতিবেদনে জানানো হয়, রবিবার রাত্রিবেলা ২০০ জান্তা সেনা অস্ত্র ফেলে পালিয়ে যায়। ছবি : প্রতীকী
আরও খবর : Congress : আগামী দু-দিনের ভেতর প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস
