Sasraya News

Friday, March 14, 2025

Naushad Siddiqui : অবৈধ নির্মাণের সঙ্গে যুক্তদের গ্রেফতারের দাবি করলেন নওশাদ সিদ্দিকী

Listen

সাশ্রয় নিউজ ★ গার্ডেনরিচ : মঙ্গলবার গার্ডেনরিচের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান নওশাদ সিদ্দিকী (Noushad Siddiqui)। ভাঙড়ের আইএসএফ  বিধায়ক গার্ডেনরিচের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে অবৈধ নির্মাণের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সকলের গ্রেফতারীর দাবি তোলেন। নওশাদ সংবাদমাধ্যমে জানান, “শুধু প্রমোটারকে গ্রেফতার করে এই জনরোষ বা বিক্ষোভ প্রশমিত করা যাবে না। এই পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণে যারা যারা যুক্ত তাঁদের সকলকে গ্রেফতার করতে হবে।” এদিন নওশাদ সিদ্দিকী আরও বলেন যে, “গার্ডেনরিচকাণ্ড নিয়ে রাজনীতি করতে চাই না। কিন্তু, এটাই রাজনীতি করার সময়। এখন কঠোরভাবে রাজনীতি করলে আগামী দিনে অবৈধ নির্মাণ বন্ধ হবে।” 

আরও খবর : Virat Kohli : নতুন হেয়ার স্টাইল নিয়ে আইপিএল অভিযান শুরু করবেন কোহলি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment