Sasraya News

Friday, March 14, 2025

Child Death : আগুনে পুড়ে মৃত্যু শিশুর

Listen

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : আগুনে পুড়ে মৃত্যু এক শিশুর (Child Death)। মৃতার নার তামান্না খাতুন (৭)। বাড়ি রানিতলার চর কৃষ্ণপুরে। শুক্রবার ভোর রাতে  ইসমাইল সেখ নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। ওই সময় ঘটনার আকস্মিকতায় সকলে বাড়ি থেকে অন্যত্র নিরাপদ স্থানে চলে যান। কিন্তু শিশুটি ঘুমাচ্ছিল এটা কেউই তখন নজর করেননি। পরে শিশুটিকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা মৃত বলে জানায়। ঘটনায় স্তব্ধ এলাকা। দমকল আসার আগেই স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। -প্রতীকী ছবি 

আরও খবর : ED Kavita : প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা ইডির হাতে গ্রেফতার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment