Sasraya News

Friday, March 14, 2025

ED Kavita : প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা ইডির হাতে গ্রেফতার

Listen

সাশ্রয় নিউজ ★ তেলাঙ্গানা : গ্রেফতার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা। দিল্লির আফগারী অনিয়মের মামলায় গ্রেফতার চন্দ্রশেখর- কন্যা কবিতা (Kavita)। শুক্রবার কবিতার বাড়িতে হানা দেয় ইডি (ED)। কবিতার বাড়িতে দিনভর তল্লাশী চালায় কেন্দ্রীয় এজেন্সীর কর্তারা। অন্যদিকে,  তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য কবিতা। এবং তিনি ভারত রাষ্ট্র সমিতির নেত্রীও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘনিষ্ঠদের বেআইনিভাবে আফগারি লাইসেন্স পাইয়ে দিতে সাহায্য করেছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে এই মামলায় গ্রেফতার করেছে ইডি। শুক্রবার কবিতার গ্রেফতারি মামলাটির তদন্তে ভিন্ন মাত্রা নিল বলে ওয়াকিবহল মহল মনে করছে। একই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটবার নোটিশ পাঠিয়েছে ইডি। এখনও হাজিরা দেননি কেজরিওয়াল। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : TMC : লাগাও-লাগাচ্ছে, শান্তনু সেন বালিশ ভেজাচ্ছে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment