



সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দলীয় কর্মসূচী থেকে বাড়িতে ফিরেই বিপত্তি ঘটে বলে উল্লেখ। মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়। গতকাল রাতেই তিনি বাড়ি ফিরে আসেন। প্রসঙ্গত, সূত্রের খবর যে মুখ্যমন্ত্রী পুলিশ ও চিকিৎসকদের কাছে জানান পেছন থেকে ধাক্কা মারে। তারপরেই তিনি পড়ে যান। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কীয় বুলেটিনে, ‘পেছন ধাক্কা’-এর কথায় উল্লেখ করেন বলে উল্লেখ। অন্যদিকে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। -ফাইল চিত্র
আরও খবর : Lok Sabha Election 2024 : পদ্মে যোগ দিলেন অর্জুন ও দিব্যেন্দু
