



সাশ্রয় নিউজ ★ কলকাতা : অধীর গড়ে এবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)। ইউসুফকে প্রার্থী করার পরেই একাংশের রাজনৈতিক ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলতে শুরু করেছে, সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের দিকে দৃষ্টি রেখেই ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। খোদ অধীর চৌধুরী-এর (Adhir Chowdhury) এবিষয়ে বক্তব্য, “যে এলাকা ইউসুফ চেনেন না, যে এলাকার মানুষের সঙ্গে তাঁর কোনও পরিচয় নেই, যেখানকার ভাষা তিনি জানেন না সেখানে তাঁকে এনে আপনি আপনার ফায়দা লোটার চেষ্টা করছেন।” বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদের কথায়, “বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কোনও না কোনও মুসলিম প্রার্থী দাঁড় করিয়ে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে চাইছে। লক্ষ্য একটাই অধীর চৌধুরীকে হারাও। মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে সম্মান দিতে কি জানেন আপনি? যদি চাইতেন তাহলে কেন কিছুদিন আগে যখন রাজ্যসভার ভোট হল ইউসুফ পাঠানকে এ বাংলা থেকে প্রার্থী করে পাঠালেন না?” অন্যদিকে রাজ্যে বাম-কংগ্রেস জোট প্রায় নিশ্চিত। এখনও বাম কংগ্রেস তাঁদের প্রার্থী ঘোষণা করেনি। যদিও সূত্র মারফৎ খবর, বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে বাম-কংগ্রেস জোট প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরীই। ছবি : সংগৃহীত
আরও খবর : Tmc Lok Sabha Candidates : তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম নেই মিমি চক্রবর্তীর
