Sasraya News

Friday, March 14, 2025

Police arrestes TMC leader Sheikh Sahjahan : গ্রেফতার হলেন শেখ শাহজাহান

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান (TMC leader Sheikh Sahjahan)। আজ ভোর বেলাতেই সন্দেশখালির তৃণমূল নেতাকে বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লকাপে নিয়ে আসা হয় বলে উল্লেখ। ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে তল্লাশি করতে গেলে ওই তৃণমূল নেতার লোকজন ইডি’র ওপর হামলা করে। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন সন্দেশখালির ওই তৃণমূল নেতা। এর মাঝে, সন্দেশখালির মানুষজন একাধিক অভিযোগ সামনে নিয়ে আসেন। তার ভেতর অবশ্যই গুরুত্বপূর্ণ ধর্ষণ, নারী নির্যাতন, জমি জবর দখল, জমিতে নোনাজল ঢুকিয়ে দেওয়া, শ্লীলতাহানি ইত্যাদি। ৫৬ দিনের মাথায় গ্রেফতারের পর আজই তৃণমূল কংগ্রেসের ওই নেতাকে আদালতে পেশ করা হবে বলে উল্লেখ। -সংগৃহীত চিত্র 

আরও খবর : Train Accident : যাত্রীদের পিষে দিল চলন্ত ট্রেন, চলছে উদ্ধার কাজ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment