Sasraya News

Friday, March 14, 2025

Train Accident : যাত্রীদের পিষে দিল চলন্ত ট্রেন, চলছে উদ্ধার কাজ

Listen

সাশ্রয় নিউজ ★ রাঁচি : চলন্ত ট্রেন থেকে যাত্রীদের ঝাঁপ। আরেকটি লাইন দিয়ে যাওয়া ট্রেনে পিষে দিল যাত্রীদের। ঝাড়খণ্ডের জামতারায় এমনি ভয়াবহ ঘটনা ঘটে আজ সন্ধেবেলা। এখনও পর্যন্ত কতজন যাত্রী নিহত ও আহত হয়েছেন, জানা যায়নি।

কী হয়েছিল? স্থানীয় সূত্রে জানা যায়, বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস যাওয়ার সময় লাইনের পাশে আবর্জনার স্তূপ থেকে ধূলো উড়তে থাকে। কিন্তু চালক ভাবেন, হয়ত আগুন লেগেছে। আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করেন যাত্রীরা। পাশের লাইন দিয়ে ছুটে আসা ট্রেন পিষে দেয় অনেক যাত্রীকেই। স্থানীয় সূত্রের মতে, অন্তত ১৫০ জন যাত্রী ট্রেনটি থেকে ঝাঁপ দিয়েছিলেন। হতাহতের সংখ্যা এখনও কিছু জানানো হয়নি রেলের তরফ থেকে। কালঝরিয়া স্টেশনে ট্রেনটি অনেককেই চাপা দেয় বলে উল্লেখ

রেল সূত্রে খবর, উদ্ধার কাজ চলছে। সন্ধের পরে এই দুর্ঘটনা ঘটায়, তখন অন্ধকার নেমে গিয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে হতাহতের সংখ্যা এখনও নির্দিষ্ট নয়। -প্রতীকী ছবি 

আরও পড়ুন : Lok Sabha Election 2024 : এপ্রিলেই ভোট : বিশেষ সূত্রের খবর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment