



সাশ্রয় নিউজ ★ সিমলা : বরফ-বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Snowfall in Himachal Pradesh)। গত ক’য়েকদিন ধরে টানা তুষারপাত চলছিল। এর ফলে বন্ধ হয়ে যায় প্রায় ৭০০টি রাস্তা। সিমলা ও সন্নিহিত এলাকায় ২৫০ রাস্তা ঢেকে গিয়েছে বরফে। এর প্রভাবে জনজীবনও বিপর্যস্ত বলে প্রশাসনিক সূত্রের খবর। সূত্রে আরও জানা যায় যে, কুলুতে ৬৭ টি, কিন্নুরতে ৪৫টি, মান্ডিতে ৫৪টি, চাম্বালে ১৬৩টি ও লাহৌলে ১৩৯টি রাস্তা সম্পূর্ণ বরফাচ্ছাদিত। বন্ধ বাইরগড়-কিলার পথও। প্রশাসন সূত্রে জানা যায়, গ্রীষ্মকালের আগে এ পথ সম্পূর্ণ যাতায়াতের উপযোগী হওয়ার সম্ভবনা বিশবাঁও জলে।
শুধু তুষারপাতই না। একই সঙ্গে চলছে বৃষ্টিও। হিমাচল প্রদেশ বিদ্যুৎ দফতর সূত্রে খবর, রাজ্যে দু-হাজারেরও অধিক বিকল হয়েছে ট্রান্সফরমার। তুষারপাত ও বৃষ্টির জন্যই এমন হয়েছে বলে তাঁরা মনে করছেন। পাশাপাশি হাওয়া অফিস সূত্র জানাচ্ছে, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টি ও ভারী তুষারপাতের সতর্কতা রয়েছে। –ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Lal Krishna Advani : ভারতরত্নে সম্মানিত করা হচ্ছে লাল কৃষ্ণ আদবাণীকে, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
