



সাশ্রয় নিউজ ★বিশাখাপত্তনম : শনিবার জোড়া সেঞ্চুরি পূর্ণ করলেন যশস্বী যশোয়াল (Yashasvi Jaiswal)। ভারতের তরুণ ক্রিকেটার ২৯০ বল খেলে ২০৯ রান করেন। আণ্ডারসনের বলে ব্রিস্টোর হাতে ক্যাচ আউট হন যশস্বী (Yashasvi Jaiswal) শনিবার ভারত ৩৯৬ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় দিনে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১০৬ রান করেছে। ইংল্যান্ডের ওপেনার বি ডাকেট কুলদীপ যাদবের বলে ক্যাচ আউট হন। এই খবর লেখা পর্যন্ত ১০৬ /১ রানে ইংল্যান্ড ব্যাট করছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Yashasvi Jaiswal : শচীন লিখলেন ‘যশস্বী ভবঃ’। দ্বিশত রানের দিকে যশস্বী
