



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট (Union Budget 2024) পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-এর (Nirmala Sitaraman) এই বাজেটের দিকে দেশের মানুষের কৌতুহল ছিল। নতুন সংসদ ভবনে বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর (Central Finance Minister Nirmala Sitaraman) রাজনৈতিক ওয়াকিবহাল মহল আগেই মনে করেছিলেন, ভোট অন অ্যাকাউন্ট (অন্তর্বর্তীকালীন) বাজেটে চমক রাখবেন মোদী সরকার। প্রসঙ্গত, আগেই কেন্দ্র সরকার দাবি করেছিল, ২০৩০ সালের ভেতর ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে অগ্রসর।
এদিন বাজেটে নির্মলা একগুচ্ছ ঘোষণা করেন। নির্মলার কথায়, ‘আমাদের সরকার আরও আরও অনেকগুলো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করতে চায়। ৯-১৪ বছর বয়সী মেয়েদের জন্য সারভাইক্যাল ক্যানসারের টিকা আমরা পৌঁছে দিতে চাই।’ আয়কর সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, ‘নতুন কর কাঠামোয় ৭লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোড মপ সামনে আসবে।’একই সঙ্গে অর্থমন্ত্রীর কথায়, ‘গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে।’ তরুণ ও বেকারদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে অর্থ মন্ত্রকের পদক্ষেপ, ‘বিকশিত ভারতের জন্য রাজ্যগুলিকে ৭৫ হাজার টাকা কোটি টাকা ঋণ দেওয়া হবে। ৫০ বছরের জন্য বিনা সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত।’
স্কিল ইন্ডিয়া মিশন সম্পর্কে তাঁর মত, ‘১ কোটি ৪০ লক্ষ যুবকের প্রশিক্ষণ হয় স্কিল ইন্ডিয়া মিশনে।’ শুধু তা-ই না। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্য, ‘এই নীতির (পড়ুন জাতীয় শিক্ষানীতি) ভেতর দিয়ে যুব সমাজের কর্মসংস্থানের দরজা খুলে যাবে।’ পরিবহন ক্ষেত্র নিয়ে নির্মলার বক্তব্য, ‘গত দশ বছরে বিবান বন্দরগুলির ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তৈরি হয়েছে আকাশ পথে ৫৭০ টি নতুন রুটও’। মেট্রোরেল বিষয়ে তাঁর বক্তব্য, ‘মেট্রো রেলের সম্প্রসারণ বিষয়ে সমস্ত সহায়তা সরকার করবে।’ বাজেটে উল্লেখ যে, বন্দে ভারতের আওয়ায় চল্লিশ হাজার রেল কোচকে নিয়ে আসা হবে।’ তেমনি স্বাস্থ্য ক্ষেত্রে আশাকর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসার কথাও উল্লেখ।’
ছবি : সংগৃহীত
