



সাশ্রয় নিউজ ★ কিষাণগঞ্জ : রাহুল গান্ধী-এর (Rahul Gandhi) নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat Jodo Nyay Yatra) উত্তরবঙ্গ প্রবেশ করার পরেই সেখান দিল্লি উড়ে যান কংগ্রেস সাংসদ। ফের উত্তরবঙ্গ থেকে তাঁর কর্মসূচি শুরু হয়। পৌঁছয় বিহারে। বিহারে দাঁড়িয়ে রাহুল (Rahul Gandhi) নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন, ‘ঘৃণার বাজারে আমরা ভালোবাসার দোকান খুলেছি। দেশে বিজেপি ঘৃণা-হিংসার রাজনীতির বিকল্প বিচারধারা তৈরি করেছে এই যাত্রা।’ বিজেপি সাংসদ মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) নিশানা করে বলেন, ‘একদিকে বিজেপি ঘৃণার কথা বলে আর আমরা ভালোবাসার কথা বলি। মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার সময় হল না। মোদি সরকার ২-৩ জন শিল্পপতিকে দেশের সম্পদ দিয়ে দিচ্ছে।’ প্রসঙ্গত, বিহারের রাজনীতিতে যখন ডামাডোল তৈরি হয়েছে, পূর্বতন জোটসঙ্গীদের হাত ছেড়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) হাত ধরেছেন NDA-এর। রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, বিহারে ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A) জোটের একপ্রকার মুখ থুবড়ে পড়ল যখন তখন বিহারে রাহুল গান্ধী-র ন্যায় ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কী বিহারে ‘ইন্ডিয়া’ জোটের পালে ইতিবাচক হাওয়া দেবে! সেটাই দেখার।
-ফাইল চিত্র
