Sasraya News

Monday, March 17, 2025

India-Bangladesh : ভারত-বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব

Listen

ভারত-বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব 

সাশ্রয় নিউজ ★ বিশেষ প্রতিবেদক, আগরতলা : আজ ১৪ জানুয়ারি আগরতলায় এগিয়ে চল সংঘ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ছবি ও কবিতা এবং এগিয়ে চলো সংঘ আয়োজিত সপ্তম ভারত-বাংলাদেশ (India -Bangladesh) ছবি ও কবিতা উৎসব। বেলা ১২ টায় এই উৎসবের আয়োজন শুরু হবে। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাহিত্যে আকাদেমী পুরস্কার প্রাপ্ত কবি সোরোকখাইবম গম্ভিনী। ত্রিপুরার বিভিন্ন ভাষার শিল্পী,কবি, ও আবৃত্তিকাররা এই উৎসবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সহকারি হাইকমিশনের সরকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ। ওইদিন রাজ্যের কবিদের কন্ঠে কবিতা পাঠ, সঙ্গীত ও নৃত্য সহ আবৃত্তিও পরিবেশন করা হবে। এছাড়াও দিনভর থাকবে নানান কর্মসূচি। এদিন বিকেল তিনটায় বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : Poet Goursankar Bandopadhyay : কবি গৌরশংকর বন্দ্যোপাধ্যায়-এর কবিতাগুচ্ছ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment