



সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড (Cricket Australia) ওই টেস্ট দলে ১৩ জনের নাম ঘোষণা করা হয়। চলতি মাসের ১৭ তারিখ শুরু হচ্ছে ওই টেস্ট ম্যাচ। দলে আছেন অধিনায়ক প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যালে, স্কট বোলাণ্ড, জস হেজলউড, ক্যামেরন গ্রিন, উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাদ লাবুসেন, মিচেল মার্শ, নেথন লায়ন, মিচেল স্টার্ক, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ। উল্লেখ্য, যে ডেভিড ওয়ার্না সম্প্রতি টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে অস্ট্রেলিয়া (Australia) দল টেস্ট খেলবে ওয়ার্নারকে ছাড়াই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দু’টি টেস্ট ও একদিনের সিরিজে মুখোমুখি হবে অজিরা।
ছবি : সংগৃহীত
