



সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাজারে আসছে টাটা-এর (TATA GROUP) UPI অ্যাপ Tata Pay. চলতি মাসের ১ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) থেকে অনুমোদন পেয়েছে। সূত্রের খবর খুব শীঘ্রই Phone Pay, Google Pay, Paytm -এর সঙ্গে টাটার UPI অ্যাপটি বাজারে আসবে।
উল্লেখ্য, এই মুহূর্তে ভারতে সবচেয়ে জনপ্রিয় UPI অ্যাপ PhonePe. এই সংস্থাটি ভারতে ভাল ব্যবসা করছে বলে উল্লেখ। তবে একাংশের মত, টাটার নতুন UPI অ্যাপ বাজারে আসলে শুধু PhonePe -ই না, অন্যান্য সংস্থাগুলির সঙ্গেও টক্কর দিতে পারে। কারণ দেশীয় সংস্থা হওয়ার ফলে টাটার এই UPI অ্যাপ সকলের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে বলেই মনে করছেন অনেকে। কারণ, দেশীয় বাজারে টাটা নানান ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় জিনিস বাজারে নিয়ে এসে আস্থা অর্জন করেছে।
তবে এটিই টাটার প্রথম ডিজিটাল পেমেন্ট অ্যাপ না। টাটাদের আর একটি পেমেন্ট অ্যাপ আছে, যার অংশীদারত্ব আছে ICICI Bank -এর সঙ্গে। সেটি ২০২২ সালে চালু হয়। সূত্রের খবর যে, টাটার এই নতুন UPI অ্যাপ খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। তবে কবে, তা এখনও জানা যায়নি। নরেন্দ্র মোদী সরকার দেশে ডিজিটাল পেমেন্টের ওপর জোর দিয়েছেন। সরকারের কাজে টাটা গোষ্ঠীর এই পদক্ষেপ নিঃসন্দেহে সরকারের পক্ষে সুস্থ্য বার্তা বহন করছে বলেই ওয়াকিবহাল মহল মনে করছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : IND vs SA, 2nd Test : দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল ভারত
