Sasraya News

Monday, March 17, 2025

IND vs SA, 2nd Test : দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল ভারত

Listen

সাশ্রয় নিউজ ★ কেপটাউন : দক্ষিণ আফ্রিকায় রেকর্ড গড়ল ভারত (IND vs SA, 2nd Test) এশিয়ার প্রথম দল হিসেবে ভারত কেপটাউনে জিতে ইতিহাস সৃষ্টি করল। প্রথম টেস্টে ভারত ৩২ রান ও ইনিংস হারে। কিন্তু এদিন ভারতের বোলারদের দাপটের কাছে ধ্বস নামে প্রোটিয়া (South Africa) ব্যাটিং লাইনে। মাত্র ৭৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত (India) ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ের ফলে সিরিজ ১-১ দাঁড়ায়। প্রোটিয়াদের সঙ্গে যৌথপভাবে সিরিজ জয় ভারতের। প্রসঙ্গত উল্লেখ্য, পটেস্টের ইতিহাসেও ভারতের এই জয় ঐতিহাসিক। কারণ ১৮৮২ সালে পিছিয়ে যেতে হয়। ওভালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৭৭ রানে অল আউট করে দিয়েছিল। ওই ম্যাচে অজিদের রান ছিল মাত্র ৮৫। তবে ৭৭ রানেই অজিদের কাছে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডে। ওটাই আন্তর্জাতিক টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয় ছিল। কিন্তু এদিন কেপটাউনে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ-এর (Mohammad Siraj) বোলিং ইতিহাস তৈরির কাজ করে দিয়েছিল। বাকি কাজটা সারলেন অপরাজিত ক্যাপ্টেন রোহিত শর্মা (Captain Rohit Sharma)। 

ছবি ঋণ : PTI 

আরও পড়ুন : Ira Khan-Nupur Shikhre Marriage : অতিথিদের থেকে একটি জিনিস চাইলেন ইরা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment