Sasraya News

Monday, March 17, 2025

Virat Kohli : বিশ্বকাপের ক্ষত ভুলে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচ পাখির চোখ কোহলির

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : বিশ্বকাপে নজরকাড়া ব্যাটিংয়ে সকলকে পাগল করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) শচীনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাইলফলক পুঁতে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কিন্তু অজিদের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের ফলে বিশকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতের। ক্ষণিকের জন্য গোটা দলের ওপর বিশ্বকাপ ফাইনাল না জিততে পারার ক্ষত তৈরি হয়। তবে বিশ্বকাপের পরেই দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল। টি-২০ সিরিজ, একদিনের সিরিজে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরপর টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছে ভারতীয় দল। আপাতত টেস্ট সিরিজকেই পাখির চোখে দেখছেন বিরাট (Virat Kohli)। একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি জানান, ”টেস্ট ক্রিকেট আমার কাছে ক্রিকেটের প্রতিষ্ঠান। এর সঙ্গে ঐতিহ্য জড়িয়ে। ক্রিকেট মানেই টেস্ট ক্রিকেট। টেস্টের পোশাক পরে মাঠে নামা, অন্য যে কোনও অনুভূতির থেকে আলাদা। ব্যক্তিগত স্তরে হোক বা দলগতভাবে হোক, দেশের জার্সিতে টেস্ট জেতা বা দেশকে কোনও টেস্ট ম্যাচে জেতানো, আমার কাছে ক্রিকেটার হিসেবে সবচেয়ে স্পেশাল মুহূর্ত নিঃসন্দেহে।” কিন্তু পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। সূত্রের খবর, প্রথম টেস্টের আগেই ফের দলের সঙ্গে যোগ দেবেন কোহলি। 

-ফাইল চিত্র 

আরও পড়ুন : ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment