Sasraya News

Monday, March 17, 2025

Gita Path : ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : লক্ষ কণ্ঠে গীতা পাঠ (Gita Path) ব্রিগেডে। এই উদ্যোগকে সফল করার জন্য সেজে উঠেছে ব্রিগেড চত্বর। সমবেত বহু সাধারণ মানুষ ও সাধুসন্ত। মোট কুড়িটি ব্লকে ভাগ করা হয়েছে, প্রতিটি ব্লকে ৫ হাজারজন করে গীতা পাঠ (Gita Path) করবেন। একলক্ষ মানুষ গীতা পাঠ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) তাঁর লিখিত বার্তায় এই উদ্যোগের প্রশংসা করেছেন বলে উল্লেখ। দুপুর ১২:২০ নাগাদ শুরু হয় গীতা পাঠ। গীতা পাঠ করতে দেখা যায় বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকেও (Raudranil Ghosh)।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment