



১০৬ রানে জিতল ভারত, যুগ্মভাবে সিরিজ জিতল ভারত ও প্রোটিয়ারা
সাশ্রয় নিউজ ★ জোহানেসবার্গ : ১০৬ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত (India vs South Africa T20 Series)। এদিন প্রথমে ব্যাট করে সাত উইকেটে ২০১ রান করে। ৫৬ বলে অনবদ্য সেঞ্চুরি করেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Captain Suriyakumar Yadav) ৪১ বল খেলে ৬০ রান করেন যশস্বী যশোয়াল (Yashawi Jaiswal) এ ম্যাচেও তেমন রান পেলেন না শুভমন গিল (Shubhman Gill) ১৪ রানে ওভার বাউন্ডারি মারতে গিয়ে আউট হলেন রিঙ্কু (Rinku Sharma)।
আরও পড়ুন : Darshana and Sourav Wedding : সৌরভকে বিয়ের আগের মুহূর্তে হঠাৎ কী বললেন দর্শনা!
ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা (South Africa) ব্যাট করতে নেমে সিরাজদের (Mohammad Siraj) বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়তে হল। পাঁচ উইকেট পেয়েছেন কূলদীপ যাদব (Kuldeep Yadav) বল করেছেন ২.৫ ওভার। ২.৫ ওভারের মাথায় কূলদীপের এদিনের ম্যাচের পঞ্চম শিকার ডেভিড মিলার (Devid Miller)। ভারত ও দক্ষিণ আফ্রিকা যুগ্মভাবে সিরিজ জিতল (Series Won by SouthAfrica and India Jointly) ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ হলেন সূর্যকুমার যাদব (Man of the Match and Man of The Series Suriyakumar Yadav)।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : KKR, IPL 2024 : নাইটদের নেতা হয়ে শ্রেয়সের প্রত্যাবর্তন
