



হাওড়া ময়দানে পার্কিং লট নিয়ে সমস্যা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : হাওড়া ময়দানে মেট্রো (Howrah Maidan Metro) নিয়ে ফের জট। পার্কিং লট তৈরিতে বাধা সৃষ্টি হচ্ছে বলে সূত্রের খবর। জেলা প্রশাসন ও KMRCL বৈঠকে বসে। ওই বৈঠকের পরেও মেলেনি আশাপ্রদ কোনও ফল। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিনিময়ে অন্যত্র সরে যেতে বলা হলেও, তাঁরা রাজি নন। তাঁদের একাংশ ক্ষতিপূরণের অঙ্কেও খুশি নন, ক্ষতিপূরণের অর্থ বৃদ্ধি করার জন্য বড় অংশের ব্যবসায়ীরা দাবি জানাচ্ছেন বলে উল্লেখ। ফলত, হাওড়া ময়দান মেট্রো প্রকল্পের পার্কিং লটের জট খুলতে তৎপর মেট্রো রেল (Metro Railway) কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
আরও পড়ুন : Shah Rukh Khan : বৈষ্ণোদেবী মন্দিরে শাহরুখ, বড় দিনে আসছে ‘ডাঙ্কি’
ছবি : প্রতীকী
