



যুবককে কান ধরে ওঠবস করালেন বিধায়ক
সাশ্রয় নিউজ ★ হুগলি : একজন স্বাস্থ্যকর্মীকে মঙ্গলবার ক’য়েকজন মিলে হেনস্থা করছিলেন বলে খবর। ওইসময় বিধানসভা (Assembly) থেকে ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (MLA Asit Majumder) স্থানীয় সূত্রে খবর, কাজিডাঙার কাছে বিধায়কের কনভয় আসতেই তিনি লক্ষ্য করেন, বেশ কিছু মানুষ একজনকে হেনস্থা করছেন। গাড়ি থেকে নেমে গিয়ে জানতে পারেন ওই ব্যক্তি একজন স্বাস্থ্যকর্মী। নাম শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। বিধায়ককে আসতে দেখেই চম্পট দেন ক’য়েকজন। একজনকে পালাতে পারেননি। ওই ব্যক্তির কাছে বিধায়ক অসিত মজুমদার জানতে চান, কেন ওই ব্যক্তিকে হেনস্থা করা হয়? এমনকি ঘটনার জন্য বকাবকিও করেন পাকড়াও করা ব্যক্তিকে। শুধু তা-ই নয়, তৃণমূল বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে অভিযোগ, ওই ব্যক্তিকে তিনি কান ধরে ওঠবসও করান। ঘটনার ভিডিও ভাইরাল হয়। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কথায়, “আমি পোলবা ও মগড়া হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। বিধানসভা থেকে বাড়ি ফেরার সময় দেখি পোলবা হাসপাতালের এক কর্মীকে ধরে হেনস্থা করছে ক’য়েকজন। মারমুখি তাঁরা। কী ব্যাপার জানতে গাড়ি থেকে নামতেই পালিয়ে যায় দু’জন। আমি থানায় ফোন করে ওদের তুলিয়ে দিতাম। একজনের বাবা মা এসে হাতে পায়ে ধরে বারণ করল। তখন ওই যুবককে কান ধরে ওঠবস করাই।” কান ধরে ওঠবস করার ভিডিও ভাইরাল হতে বিধায়কের বিরুদ্ধে নিন্দার ঝড় তোলে বিরোধী দল বিজেপি। হুগলি জেলা বিজেপির সভাপতি সুরেশ সাউ বলেন, “বিধায়ক নিজে বলেন আইন হাতে তুলে না নিতে। আর এক যুবককে রাস্তায় কান ধরে ওঠবস করাচ্ছেন। কাউকে শাস্তি দেওয়ার হলে পুলিশ প্রশাসন রয়েছে। আবার সেই ভিডিও ভাইরাল করছেন। ওই যুবক যদি কিছু করে বসেন তাহলে তার দায় কে নেবে?” নিগৃহীত স্বাস্থ্যকর্মী শুভজিৎ বন্দ্যোপাধ্যায় কথায়, তিনি সমস্ত ঘটনা জানিয়ে ব্যাণ্ডেল পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।
ছবি : সংগৃহীত
