



বিরক্ত আশ্বিন, রোহিতকে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন
সাশ্রয় নিউজ ★ বিশাখাপত্তনম : বিশ্বকাপে (World Cup 2023) অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত (India vs Australia final Match) হওয়ার হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে। সমালোচকরা প্রশ্ন করেন, রোহিত শর্মা-এর (Indian captain Rohit Sharma) ব্যাটিং নিয়ে। রবিচন্দন আশ্বিন (Ravichandran Ashwin) স্পষ্ট জানান, ‘ওকে সেঞ্চুরি করা শেখাতে হবে না।’ গ্রেন ম্যাক্সওয়েলের (G.Maxwell) বলে ফাইনালে বড় শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ব্লু’জ ক্যাপ্টেন রোহিত শর্মা। বিশ্বকাপে ভভরাডুবি হয় ভারতীয় দলের। সমালোচকরা বলতে শুরু করেন, রোহিত অমন না খেলতেই পারত। সমালোচকদের প্রশ্নের জবাবে আশ্বিন বলেন, ‘অনেকেই বলছেন, রোহিত যদি ব্যাটিং চালিয়ে যেত, সেঞ্চুরিও করতে পারত। ও টিমের স্বার্থেই বিধ্বংসী খেলছিল। পুরো টুর্নামেন্টেই সে ভাবে ব্যাটিং করেছে। রোহিতকে শেখানোর প্রয়োজন নেই কী ভাবে সেঞ্চুরি করতে হয়। ও প্রচুর সেঞ্চুরি করেছে। বরং ও যে তাগিদ নিয়ে ব্যাটিং করছে, সেটা বেশি জরুরি।’ উল্লেখ্য যে সেদিন ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে মোট ১১ টি ম্যাচে রোহিতের রান ৫৯৭ এবং স্ট্রাইক রেট ১২৫। এর পরেও ভারতের ক্যাপ্টেনকে (Team India Captain) নিয়ে সমালোচনা করায় বিরক্ত রোহিত সতীর্থ আশ্বিন। কড়া জবাব ছুঁড়ে দিয়ে জবাব দিলেন সমালোচকদের।
-ফাইল চিত্র
