Sasraya News

Monday, March 17, 2025

Dominican Republic : ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে হত একাধিক

Listen

ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে হত একাধিক

সাশ্রয় নিউজ ★ সান্তো দোমিঙ্গো : ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে হত একাধিক (Flood in Dominican Republic)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে উল্লেখ, দেশটিতে ভারী বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। দেশটির রাজধানী সান্তো দোমিঙ্গোয় একটি হাইওয়ের ট্যানেল ধসে পড়ে। সেখানে প্রাণ হারান ৯ জন। বৃষ্টির জন্য ১৩ হাজারেরও বেশি সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় দেশটির প্রশাসন। ডোমিনিকান রিপাবলিক-এর ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানায়, ৪৮ ঘন্টা টানা ঝড় হয়। তারপর ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। এই বৃষ্টিকে দেশটি, তাঁদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত বলে উল্লেখ করে। সূত্রের খবর, আড়াই হাজারেরও বেশি জনগণকে উদ্ধার করা হয়। এবং এও খবর যে, ডোমিনিকান রিপাবলিকে মোট ৩২ টি প্রদেশ। সব-ক’টি প্রদেশেই লাল ও হলুদ আবহাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয় দফতর। একইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্ত ক্লাস আগামী বুধবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment