



ভারতের মাটিতে বিশ্বকাপ জিতল অজিরা
সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : রোহিতের এই সেরা টিমটি ফাইনালে হারল, এটা যেন অবিশ্বাস্য ঠেকল সকলের কাছে! ভারতের বিশ্বকাপের এই তাঁদের দলটি দশম ম্যাচ পর্যন্ত যে পারফরম্যান্স করেছে তা চর্চার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু অজিদের কাছে ৬ উইকেটে বিশ্বকাপের ফাইনালে হার আরও একবার চর্চায় নিয়ে এল তাঁদের!
সময় যত গড়িয়েছে ভারতের সমর্থকদের ভেতর নীরবতা নেমে এসেছে ক্রমশ। পরপর দশটি ম্যাচ জিতে এগারোয় থামল রোহিতরা। যে অজিদের বিরুদ্ধে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল রোহিদের ব্লু’জ, তাঁদের কাছেই বিশ্বকাপের ফাইনালে লজ্জার হার।
ম্যাচের শুরু থেকেই অজি ক্রিকেটাররা তাঁদের দখলে রেখেছিল ম্যাচের গতি। ইনিংসের শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের চাপের ভেতর রাখে অজিরা। মাত্র চার রানে অ্যাডাম জ্যাম্পার হাতে ক্যাচ দিয়ে ফেরেন শুভমন। বিরাট কোহলি বড় স্কোর করার চেষ্টা করলেও থামতে হয়। কামিন্সের বলে বোল্ড হন কোহলি। সাজঘরে ফেরেন ৫৪ বলে। কে.এল রাহুলের ৬৬ রান করে দলের স্কোর বৃদ্ধি করতে চেষ্টা করলেও জস ইংলিশের হাতে ক্যাচ দেন জ্যাম্পার বলে। শ্রেয়স আইয়ার রবীন্দ্র জাদেজারা ফাইনালে দলের জন্য এক প্রকার মুখ থুবড়ে পড়লেন অজি বোলারদের সামনে। ২৪০ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। ভারতের কোনও সমর্থকই ভাবতে পারেননি যে দলটি পরপর দশটি ম্যাচ জিতল, সেই দলটিই হারল ৬ উইকেটে! এ এক দীর্ঘ রহস্যময় দুঃস্বপ্ন! অস্ট্রেলিয়াকে ২৪১ রান করতে খোয়াতে হয় ৪ উইকেট। অজি ওপেনার ট্রাবিস হেড এইদিনের ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন হেড। এরপর ল্যাবুসেন ৫৮ রান করে নট আউট থাকেন। ষষ্ঠবার বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া।
ছবি : সংগৃহীত
