Sasraya News

Monday, March 17, 2025

Icc ODI Men’s World Cup 2023 AUS vs SA Semi-final : লড়াই করেও হারল প্রোটিয়ারা

Listen

লড়াই করেও হারল প্রোটিয়ারা

Icc ODI Men’s World Cup 2023 AUS vs SA Semi-final :: Icc ODI Men’s World Cup 2023 AUS vs SA Semi-final, Eden Gardens, Kolkata, Australia Qualified for World Cup final 2023 vs India, India vs Australia World Cup Final 2023

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিশ্বকাপ (Icc Mens ODI Cricket World Cup 2023, India) অভিযান বেশ আগ্রাসীভাবে শুরু করে প্রোটিয়ারা (South Africa)। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার (Australia) সঙ্গে সেমিফাইনাল (World Cup Semifinal 2023) পরাজিত হওয়ার আগে পর্যন্ত নিজেদের লড়াইটা দিয়ে গিয়েছে ব্যাভুমারার (Captain Temba Bravuma) দলের ছেলেরা। যদিও এই বিশ্বকাপে ফর্মে ছিলেন না প্রোটিয়া ক্যাপ্টেন নিজেই। তবু দলের পারফরম্যান্স গোটা দলটাকে জ্বলজ্বল করে রেখেছিল। 

বৃষ্টি বিরতি (Rain Break) পর্যন্ত দক্ষিণ আফ্রিকা (South Africa) ৪ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছিল। বৃষ্টি বিরতির পরে ডেভিড মিলার (David Miller) সেঞ্চুরি করলেন। মিলার এদিন ১০১ রানে আউট হন। ২১২ রানে একে একে অজিরা প্রোটিয়াদের ড্রেসিং রুমে ফেরৎ পাঠাল। ঠিক তখন থেকেই প্রোটিয়াদের হতাশা গ্রাস করতে শুরু করে। কারণ শেষ পর্যন্ত ইডেনে আজকের সেমিফাইনাল (Semifinal Match) ম্যাচটি একটি লো স্কোরিং (Low Scorring Match) ম্যাচ।

ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছিলেন অজিরা। আজকের ইডেন গার্ডেনস তখন ইডেন পার্ক (Eden Park) সেই ইডেন গার্ডেন্সেই অষ্টম বিশ্বকাপ সেমিফাইনালে (8th semifinal Winner) জিতলেন দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে। লো স্কোরিং ম্যাচ হলেও খুব কোৎজেদের জিততে ঘাম ছোটালেন টেম্বা ব্যাভুমার ছেলেরা। একথাও মাথায় রাখতে হবে, ইডেনের পিচেই ভারতের কাছে কিন্তু এই দক্ষিণ আফ্রিকা দল যাচ্ছেতাইভাবে এই বিশ্বকাপে পরাজিত হয়েছিল।

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে ক’টজেরা (Cotzee) অজিদের আটকে রাখতে পারলেন না। সমস্ত প্রতিরোধ পেরিয়ে সেমিফাইনালের জয় নিয়ে বিশ্বকাপ ফাইনালে চলে গেল অজিরা। ম্যাচের শুরুতে স্টিভ স্মিথরা (Steve Smith) প্রোটিয়াদের ওপর বোলিং চাপ তৈরি করেছিলেন। সেই চাপ কাটিয়ে উঠতে পারলেন না দক্ষিণ আফ্রিকা দলটি। উজ্জীবিত অজি গ্যালারি। কলকাতার আকাশে নিম্নচাপও আটকাতে পারল না অজিদের। ম্যাচ যত এগিয়েছে ক্যাঙ্গারুদের ভারতের সঙ্গে ফাইনাল (India vs Australia World Cup 2023 cricket Final) খেলা ততই নিশ্চিত হয়ে গিয়েছে।

এদিন হয়ত জয় নিশ্চিত ছিল অজিদের। কিন্তু সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ৪৮ ওভার পর্যন্ত লড়াইটা কিন্ত মনে রাখতে হবে! ক্যুইনটন ডি ক’ক-এর (South African Wicketkeeper Quinton D co’ck) ক্যাচ পড়ল, এবং কটজের বলটা নো না হলে হলে হয়ত এদিনের ম্যাচ রিপোর্ট (Match Report) অন্যরকম হলেও হতে পারত! অজিরা অষ্টমবার সেমিফাইনাল জয় করার ফলে জয়ের হাসি দেখা গেল তাঁদের সমর্থকদের ভেতর। যেন একটা দীর্ঘশ্বাস পড়ল! অন্যদিকে ফাইনাল খেলার ভাগ্য হয়ত সঙ্গ দিল না টেম্বা ব্যাভুমা-এর দলের ছেলেদের।

২০১৯ সালে ভারতের হাত থেকে ফাইনালে যাওয়ার চাবি কেড়ে নিয়েছিল কিউয়িরা (New Zealand) কিন্তু ২০২৪-এর বিশ্বকাপে প্রোটিয়ারাদের (South Africa) হাত থেকে ফাইনালের পৌঁছানোর চাবি কেড়ে নিল অজিরা (Australia)। আরও চার বছর ইডেনে বিশ্বকাপ সেমিফাইনালে ক্যাঙ্গারুদের কাছে হারের বেদনা বইতে হবে টেম্বা, কটজে, ডি ক’কদের। অন্যদিকে রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia Icc Mens ODI Cricket World Cup 2023, Final)। ২০০৩ সালের পরে দুই দল ফের ফাইনালে ম্যাচে (Final Match)  একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী!

ছবি ঋণ  : আইসিসি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment