



মিলারের সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকা করল ২১২
Icc Men’s ODI Cricket World Cup 2023 India, SA vs AUS, Semi-Final, Eden Gardens, Kolkata, second Semi-final : সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বড় স্কোর পেল না দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা ব্যাভুমা টস জিততেই সাজঘরে আনন্দ বাতাবরণ তৈরি হয়। কিন্তু ব্যাট হাতে বিশেষ রানের দিকে এগুতে পারল না ব্যাভুমারা। প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকা হারায় ক্যাপ্টেন ব্যাভুমার উইকেট। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে স্ট্যার্ক ও হ্যাজলউড অসাধারণ বোলিং নিদর্শন রাখেন। কেবল তা-ই না, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ফিল্ডিংয়ে ছাপ রাখল অজিরা। ডেভিড ওয়ার্নার, মার্নাশ ল্যাবুসেনরা যে ফিল্ডিং নিদর্শন রাখেন, তা দ্বিতীয় সেমিফাইনালে দলের জন্য অনেক বড় প্রাপ্তি বৈকি! অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স দৃষ্টিনন্দন ক্যাচ নেন একটি। জের্যাল্ড কোৎজে ও ডেভিড মিলার অসাধারণভাবে খেলায় ফেরেন বৃষ্টি বিরতির পরে। ১১৫ বল খেলে অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সকে ছক্কা মেরে সেঞ্চুরি করেন ডেভিড মিলার। ইডেনের দর্শক অভিবাদন জানায় ওই প্রোটিয়া ব্যাটারকে। সেঞ্চুরির পরের বলেই অবশ্য মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। কিন্তু তাঁর সেঞ্চুরিতে ভর করেই টেম্বা ব্যাভুমার দল এদিন ২১২ রানের ইনিংস খেলেছে। কলকাতায় নিম্নচাপের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। দ্বিতীয় সেমিফাইনালের দিন ভিজল কলকাতা। দফায় দফায় বন্ধ হল খেলাও। বিলম্বে শুরু হল অজি ব্যাটিং। বৃষ্টি বিরতির পরে অজি ওপেনাররা ইডেনের ক্রিজে ব্যাট হাতে নেমেছে। অন্যদিকে, এই নিম্নচাপের জন্য হতাশ ইডেনের দর্শকরা।
ছবি : পিটিআই
