



ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে সাজছে মায়ানগরী
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : বুধবার ভারত ও নিউজিল্যান্ড (India vs Newzealand) বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ (World Cup cricket 2023, Semifinal) এক যুগ পরে দেশের মাটিতে সেমিফাইনাল। মায়ানগরীর ক্রিকেট প্রেমীরা সেজে উঠেছে সেই ম্যাচকে সামনে রেখে। এই দিন, বিরাট (Virat Kohli) কোহলির সামনে বড় সুযোগ। কুড়ি বছর আগে শচীন তেণ্ডুলকার-এর (Sachin Tendulkar) রেকর্ড ভাঙার সুযোগ কোহলির সামনে। ২০ বছর আগে শচীন ওডিআই বিশ্বকাপে (ODI World Cup) ৬৭৩ রান করেন। ১১ টি ম্যাচ খেলেছিলেন শচীন। ক্রিকেট বিশেষজ্ঞদের মত, এবার বিশ্বকাপে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সামনে শচীনের সেই রেকর্ড ভাঙার সুযোগ। এবার বিশ্বকাপে বিরাট এখন পর্যন্ত ৫৯৪ রান করেছেন। খেলেছেন ৯ টি ম্যাচ। ৯ ম্যাচের ভেতর কোহলি দু’টি ম্যাচে সেঞ্চুরি করেন। এবং পাঁচটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন। বুধবার মায়ানগরীর ওয়াংখেড়েতে (Wankhede) কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি ৮০ রান করেন, ভেঙে দেবেন ২০ বছর আগে গড়া শচীনের সেই রেকর্ড। প্রসঙ্গত, কেন উইলিয়ামসন-এর (Ken williamson) নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রোহিতের (Rohit Sharma) নেতৃত্বাধীন ব্লু’জ বাহিনী।
ছবি : সংগৃহীত
