



তাহলে কী ভারত-পাকিস্তান সেমিফাইনাল দেখছে বিশ্ববাসী!
Semifinal, Icc Cricket ODI World Cup 2023, England vs Pakistan, Eden Gardens Match, India, Cricket World Cup 2023, ICC Men’s ODI Cricket World Cup 2023 India, সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভারত-পাকিস্তান সেমিফাইনাল খেলতে আইসিসি-র ৪৪ তম ম্যাচে ইডেন গার্ডেন্সে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালে যেতে গেলে ইডেন ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে। এবং এখানেই ফাড়া কাটছে না বাবর আজমদের। নেট রান রেটের কাছে পৌঁছতে গেলে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭২ রানে জিততে হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, ইংল্যান্ড কী চাইবে ভারত পাকিস্তান ময়দানে নামুক? কারণ ইংল্যান্ড অলরেডি চাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য এগিয়ে গিয়েছে। বর্তমানে তাঁরা ছয় নম্বর সারিতে আছে। যদি আগামী শনিবার বিশ্বকাপে ইডেন ম্যাচে ইংল্যান্ড হেরে যায় তবে তাঁরা চতুর্থ নম্বর সারিতে পিছিয়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে, এখনও পর্যন্ত ভারতীয় সমর্থকদের পাকিস্তানের দিকে সমর্থন আছে। যেহেতু প্রতিবেশী দেশ পাকিস্তান। সেহেতু ভারতীয় সমর্থকরা চাইছে, পাকিস্তান যাতে এগিয়ে আসে। তাহলে কী ভারত-পাকিস্তান সেমিফাইনাল দেখছে বিশ্ববাসী? প্রসঙ্গত উল্লেখ্য যে, শনিবার ইংল্যান্ড পাজিস্তান ম্যাচে পাকিস্তানকে শুধু জিতলেই হবে না, সেমিফাইনালে যেতে হলে বৃদ্ধি করতে হবে নেট রান রেটও। সেক্ষেত্রে ৪০০ বা ৪০০-এর কাছাকাছি রান তুলে ১০০ থেকে ১২৫ রানের ভেতরে ইংল্যান্ডকে অল আউট করতে হবে। আর যদি ইংল্যান্ডের আগে ব্যাট হয়, তাহলে ১৫ থেকে ২৫ ওভারের ভেতরে ইংল্যান্ডকে অল আউট করে পাকিস্তানকে ১৪ থেকে ১৫ ওভারের ভেতরে জয়ের জন্য রান তুলতে হবে। তবেই পাকিস্তানের সেমিফাইনালে খেলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
ছবি : সংগৃহীত
