



শচীনকে ছোঁয়ার সাক্ষী থাকল ইডেন
Virat Kohli, 49th Century, Enden Gardens, Word cup 2023, South Africa vs India Match, King Kohli Record, Sachin Tendulkar, World Cup Cricket 2023, Icc Mens ODI World Cup 2023 India, India vs South Africa Match, India Won the Match, Eden Gardens, Crickt World cup, Icc CWC 2033 India, Virat kohli indian cricketer, Virat Kohli Indian record Holder, সাশ্রয় নিউজ ★কলকাতা : বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ১৯ নভেম্বর, সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু রবিবারের কলকাতা ছিল অন্য রকম। ভিডে মেট্রো থেকে অন্যান্য যানবাহন। কলকাতার সব ক’টি স্টেশনে ভিড়। একজন বলেই ফেললেন, আজকী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! ভাবা যায়! এত মানুষের ঢল সংস্কৃতির শহর, খেলার শহর কলকাতা, খেলা প্রেমীদের শহর কলকাতা বলেই সম্ভব। নিজের শহর বলে গর্ব হয়! উজাড় করা আবেগ, আর প্রেমের স্ফূরণ ছড়িয়ে দেয় শহর কলকাতা! কাউকে গোমড়া মুখে ফিরে যেতে দেয় না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঐতিহ্যের শহর। মহম্মদ শামীর ক্রিকেট শহর। রবিবারও তার অত্যুক্তি হল কী? নাঃ! এতে অবশ্য বিস্মিত হওয়ার কিছু নেই। ডার্বি হোক বা ক্রিকেটের জন্য, কাঁধে কাঁধ মিলিয়ে গলা ফাটাতে বিগত-অতীতেও কার্পণ্য করেনি ক্রীড়া প্রেমীরা।রবিবারের কলকাতা আবার অন্যভাবে জেগে উঠল। ইডেন গার্ডেন চত্বরে লোকে লোকারণ্য। কড়া নিরাপত্তা ব্যবস্থা। নীল জার্সিতে গিজগিজ হৈ হৈ করে সকলে ঢুকছেন গ্যালারিতে।
বিরাট কোহলির এদিনের অনবদ্য ম্যাচ দেখার পরে এত খুশি বোধহয় বিগত দিনেও কম হয়েছে দর্শকরা। ইডেন গার্ডেন বিরাট কোহলির ৪৯ তম সেঞ্চুরির সাক্ষী থাকল রবিবার, ৫ নভেম্বর। এই মাঠেই ক্রিকেটের মডার্ন মাস্টার তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন। এই তো ক’দিন আগেই, আগের ম্যাচে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে বিরাট সামান্য ক’য়েক রানের জন্যে ব্যর্থ হন সেঞ্চুরি করতে। ওইদিন গ্যালারিতে অজিত আগরকারের সঙ্গে বসে ছিলেন শচীনও। ক্রিকেটের ঈশ্বর উত্তেজিত ও মুগ্ধ হয়ে খেলা উপভোগ করছিলেন। সেদিনের পরে এক শ্রেণির সমালচকরা বলেছিলেন, বিরাট কোহলি সেঞ্চুরির মুখ থেকে আউট হওয়ায় একজন স্বস্তি পেলেন। তিনি শচীন তেন্ডুলকার। হয়ত তাঁরা ঠিকই বলেছেন, রেকর্ড হাঁকাতে বুকের আর কব্জির পাটা লাগে সেটা শচীনের আছে ও ছিল। বিরাটও সেটা অর্জন করেছেন। মনের ভেতর সাধারণ মানুষের কষ্ট হতে পারে তাতে, কিন্তু অসাধারণ মানুষের ‘এবং ক্রিকেটের ঈশ্বর’-এর ক্ষেত্রে এহেন উক্তি মোটেও কার্যকর নয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে কমেন্ট্রি বক্সে বসে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীরারা বলে ছিলেন, আজ হল না তো কী হয়েছে! ৫ তারিখ হবে। ওই দিন বিরাট-এর জন্মদিনও। আরও বেশি মজা হবে। ইডেনেই আসবে সেই সন্ধিক্ষণ।
হলও তা-ই। ইডেন গার্ডেনস কাঁপিয়ে সেঞ্চুরি করলেন কিং কোহলি। ১০১ রানের অপরাজিত ইনিংস খেললেন বিরাট। সেই সঙ্গে দলও জিতল।, শুধু জেতাই না, বিশ্বকাপের মতন আসরে দৃষ্টান্ত স্থাপন করল ভারত। পরপর আটটি ম্যাচে জিতল ব্লু’জরা। উত্তেজনায় কাঁপছে তখন সারা ইডেন। সমস্ত ভারত। আসলে তাঁর স্মৃতির শহরেই যে সেঞ্চুরি অপেক্ষা করে ছিল।
ইডেনে শচীনকে ছুঁয়ে কী বললেন বিরাট? বেশ অবাক করে ক্রিকেটের কিং ক্রীড়া সঞ্চালক হর্ষ ভোগলেকে বলেন, ‘আমাদের আদর্শের রেকর্ড স্পর্শ করা, সত্যি বলতে এটা আমার কাছে বিশেষ অনুভূতি। ব্যাটিংয়ের ব্যাপারে সচিন নিখুঁত একটা উদাহরণ। আমার কাছে এটা খুবই আবেগের একটা মুহূর্ত।’ ভোগলে শচীনের একটি পোস্টে কথা বলেন, বিরাটকে। তখনই বিরাট বলেন, ‘আসলে এখনই এত কিছু আমার মাথার মধ্যে ঢুকছে না।’ তার পরেই বিরাটের সংযোজন, ‘আমার কাছে এটা খুবই আবেগের একটা মুহূর্ত। আমি জানি কোথা থেকে উঠে এসেছি। ছোটবেলায় ওঁকে টিভিতে দেখার কথা এখনও মনে আছে। ওঁর থেকে এ ধরনের প্রশংসা পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আমি কোনও দিন সচিন হতে পারব না।’
এক্স হ্যাণ্ডেলে কী লিখেছেন শচীন? শচীন বিরাটকে শুভেচ্ছা বার্তায়, ভাসিয়ে দিয়ে লেখেন, ‘Well played Virat.
It took me 365 days to go from 49 to 50 earlier this year. I hope you go from 49 to 50 and break my record in the next few days.
Congratulations!!’
নিজেকে নিয়ে মজা করতেও ছাড়েনিনি শচীন। চলতি বিচরের ২৪ এপ্রিল শ্চীনের জন্মদিন গেল।পূর্ণ করলেন পঞ্চাশ। সেটাই লিখলেন মজা করে, ‘আমার ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে ৩৬৫ দিন সময় লেগেছিল।’ উল্লেখ্য, ৫ নভেম্বর সারাজীবন মনে রাখবেন বিরাট-প্রেমীরা, আসলে ওই দিনই ছিল ৩৫ তম জন্মদিন আর ওই দিনই ইডেনে কোহলির শচীনকে ছোঁয়া। ইডেন কোহলির কাছে আরও স্মৃতিমুখর হয়ে রইল। কিন্ত এখানেই থামলে চলবে না। এখনও বড় চমক অপেক্ষা করছে। তা জানতে চোখ রাখতে হবে সাশ্রয় নিউজ-এর পাতায়।
ছবি : আইসিসি
