



জন্মদিনে কী এমন করলেন নীতা আম্বানি সকলে চমকে গেলেন
Nita Ambani, Reliance Foundation, Chairperson, founder, Nita Ambani with children’s, Nita Ambani Birthda, 60th Birthday, সাশ্রয় নিউজ ★ কলকাতা : সম্প্রতি জন্মদিন গেল অনিল ঘরনী নীতা আম্বানির (Nita Ambani) জন্মদিন (Birthday) নিয়ে কী এমন করলেন নীতা যে সকলে চমকে গেলেন!
অনিল (Anil Abbani) ঘরনীর জন্মদিন বলে কথা! জাঁকজমক হবে না তা কী হয়! তাছাড়া তাঁর ফ্যামিলি প্রোগ্রাম নিয়ে দেশের মানুষের কৌতুহল সবসময় তুঙ্গে। নীতা আম্বানির ব্যাবসায়ীক বুদ্ধি সকলকে চমকে দেয়। অনিল আম্বানী জায়ার জন্মদিন সেলিব্রেশন করেন, একটু ভিন্নভাবে।

সম্প্রতি তাঁর বয়স ষাট পূর্ণ হল। ষাটেও অষ্টাদশীদের হার মানানো নীতা, তাঁর জন্মদিনে ৭৫,০০০ জনকে খাবার পরিবেশন করেন। শুধু কী তা-ই! সূত্রের খবর, সারা দেশে ১৫ টি রাজ্যের বৃদ্ধাশ্রমে বসবাসকারীরা শিশুরা, ট্রান্সজেন্ডার, দিনমজুর, কুষ্ঠ রুগী প্রভৃতি সমাজের বিভিন্ন স্তরের ৬০,০০০ মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এখানেই শেষ নয়, নীতা তাঁর ষাটতম জন্মদিন উদযাপন করেন শিশুদের সঙ্গে। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল-এর ( Dhirubhai Ambani International School) ৩০০০ শিশুর (Children’s) সঙ্গে কেক কেটে তিনি জন্মদিনের আনন্দ ভাগ করে নেন শিশুদের সঙ্গে। সেই সঙ্গে ছিল নানান অনুষ্ঠান, খাওয়া-দাওয়া, আড্ডা, আর শিশুদের সঙ্গে দেদার মজা।
ছবি : সংগৃহীত
