



রোহিতরা আসতেই ভিজল কলকাতা
Icc Men’s ODI World Cup 2023 India, Team India, Rohit Sharma, Virat Kohli, India vs South Africa Match, Eden Gardens : সাশ্রয় নিউজ ★ কলকাতা : ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে চনমনে ভারতীয় শিবির। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের পরবর্তী ম্যাচ। ভারত ইতিমধ্যেই সেমি ফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের এই দলটিকে গুরুত্বহীনভাবে দেখছে না ভারত। শুক্রবার ভারতীয় দল কলকাতা এসে পৌঁছল। এমন সময় বৃষ্টিতে ভিজছে কলকাতা। রবিবারও হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সুতরাং হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে কিছুটা চিন্তায় সকলেই। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বিমান বন্দরে নেমেই সঙ্গে সঙ্গে পাড়ি দেন ইডেনের উদ্দেশ্যে সেখানে গিয়ে রাহুল ও তাঁর সঙ্গীরা করেন পিচ পরীক্ষা করেন। পিচ কিউররেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন তাঁরা। সুতরাং বোঝাই যাচ্ছে, ভারতীয় কোচ সহ ভারতীয় দল ক্যুইন্টন ডি’কক, হেনরিখ ক্লাসেন, এডেন মার্করামদের ব্যাটে বলে মোকাবিলা করতে কোনও ফোঁকড় রাখতে চাইছেন না! বৃষ্টি যদি বাধা না হয়ে দাঁড়ায়, তবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট যুদ্ধ সকলের মনোরঞ্জন করবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
-ফাইল চিত্র
