Sasraya News

Monday, March 17, 2025

Icc Men’s ODI Cricket World Cup 2023 India, SL vs Ind Match : ৩০২ রানে বিশাল জয় ভারতের। শামীর রেকর্ড

Listen

৩০২ রানে বিশাল জয় ভারতের। শামীর রেকর্ড

CWC 2023 India, SL vs Ind Match, India vs Srilanka, Ind vs SL, Icc cricket world cup 2023 india, india score, Wankhede, Mumbai, CWC 2023, Icc Men’s ODI World Cup 2023 India, Mohammad Shami, Mohammad Shami’s record, India Won by 302 runs, CWC 2023 India, SL vs Ind Match : সাশ্রয় নিউজ ★মুম্বাই : বৃহস্পতিবার ওয়াংখেড়ের মাঠ সকলের কাছে আরও একবার স্মরণীয় হয়ে থাকল। না, শুধু ভারত শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারাল, এর জন্য না। এই ম্যাচেই ভারতীয় দল প্রথম রানের ব্যবধানে বড় সাফল্য পেল। যা ভারতের ক্রিকেটের ইতিহাসে প্রথম। এতদিন ভারতের দখলে ছিল বারমুডা ম্যাচ।  ২০০৭ সালে ভারত বারমুডাকে ২৫৭ রানে হারিয়ে ছিল। আজকের জয়ের আগে সেটাই ছিল প্রতিপক্ষকে সর্বোচ্চ রানে হারানোর রেকর্ড। সেই সময় ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবার ওয়াংখেড়ের সাজঘরে বসে ভারতীয় দলের বর্তমান কোচ ও তৎকালীন ক্যাপ্টেন দেখলেন একদল তরতাজা যুবক তাঁর নেতৃত্বে করা রেকর্ড ভেঙে দিলেন। এবং রানের সংখ্যাটা অনেক বেশি! ৩০২! সাল ২০২৪। বিশ্বলকাপ। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই।

মহম্মদ শামীকে নিয়ে এবার আর হয়ত ভারতীয় ক্রিকেটের নির্বাচকদের ভাববার অবকাশ থাকল না। অঙ্কটি এমন সোজা, কিন্তু বল হাতে করে দেখানো অতটাও সোজা নয়,  ৫+৪+৫! শামী এই বিশ্বকাপে তিনটি ম্যাচ খেললেন। তার উইকেট পরিসংখ্যান এমন। ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন ওঠাতে শুরু করেছেন সুনীল গাওস্কার, এই জোরে বোলারটির ভেতর ল উইকেট নেওয়ার আগ্রাসী আগুন আগেই টের পেয়েছিলেন! দেখেছিলেন, এই বিশ্বকাপে বাংলা দলের ছেলেটি প্রতিপক্ষের উইকেট নিয়ে ঝড় ওঠানোর সম্ভবনা! মাত্র তিনটি ম্যাচে হলও তা-ই। তাহলে কী বিশ্বকাপের শুরুতেই বোলারদের সাজনোতে গলদ ছিল সিলেক্টরদের! প্রশ্ন উঠতে শুরু হয়েছে অনেক আগে থেকেই। মুম্বাইয়ের গরমকে হার মানাল মহম্মদ শামীর  আগুন ঝরানো বোলিং। পাঁচ উইকেট পেয়ে প্রথম ভারতীয় বোলার ১৪ ম্যাচে ৪৫ উইকেট নেওয়ার রেকর্ড করলেন। পেছনে ফেলে দিলেন প্রাক্তন ভারতীয় বোলার জাভাগাল শ্রীনাথ ও জাহির খানদের। আর মাত্র ৫৫ রানে শ্রীলঙ্কান টিমকে গুড়িয়ে দেওয়ার পেছনে বড় কৃতিত্বও তাঁরই। 

খেলার শুরুতে মাত্র ৪ রানে মধুশঙ্কার বলে বোল্ড হলেন ব্লু’জ ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত ফিরে যাওয়ার পরে একটু হলেও ওয়াংখেড়ের গ্যালারিতে হতাশা নেমে এল! তখন ক্রিজে ওপেনার শুভমন। ব্যাট করতে এলেন বিরাট কোহলি। কিছুটা সময় সেট হতে সময় লাগল ঠিকই। তারপর দু’জনে যে লম্বা ইনিংসটা দলকে উপহার দিলেন তা ভোলার না। কোহলি ও শুভমন দলকে লম্বা স্কোরের দিকে নিয়ে যান। ৯২ বলে ৯২ রানে আউট হলেন শুভমন। দর্শনীয় ক্রিকেট খেলে গেলেন ভারতের এই যুবা ওপেনার। আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন! ৮ রানের জন্য সেঞ্চুরি হল না। মধুশঙ্কার বলে ক্যাচ দিলেন। গ্যালারিতে শচীন। তাঁর কন্যা সারা। ভারতীয় বোর্ডের সদস্যরা। শুভমন ফিরে যেতেই ৮৮ রানে ক্যাচ আউট হলেন কোহলি। সকলে তাকিয়ে ছিল, আজ শচীনের ৪৯ তম সেঞ্চুরি হয়ত ছুঁয়ে ফেলবেন কোহলি। গ্যালারি থেকে নিজের মাঠে শচীনও দেখছিলেন কোহলির ব্যাটিং। কিন্তু মধুশঙ্কার বলে ফিরলেন তিনিও। এরপর ভারতের বড় রানের স্কোর করেন শ্রেয়স আইয়ার। ৮২ রানে তাঁকেও প্যাভিলিয়নে পাঠাল মধুশঙ্কা। রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল সূর্যকুমার যাদবদের হাত ধরে ভারতের স্কোর পৌঁছয় ৮ উইকেটে ৩৫৭। মধুশঙ্কা পাঁচ উইকেট নিলেও দিয়েছেন ৮০ রান। এছাড়া একটি উইকেট পান চামিরা।

জসপ্রীত বুমরা যে শ্রীলঙ্কার ব্যাটারদের ভাঙন ধরিয়ে ছিল, শেষ করলেন রবীন্দ্র জাডেজা। নিশাঙ্কা, করুণারত্নেরা শূন্য রানে ফিরে যান। ক্যাপটেন মেন্ডিস করেন এক। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১২, অপরাজিত থিকৃষ্ণা ১২ ও রাজিথা সর্বোচ্চ ১৪ রান করেন শ্রীলঙ্কান দলের। মহম্মদ শামী ২ উইকেট, মহম্মদ সিরাজ ৩ উইকেট, একটি করে উইকেট পান জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা। ৩০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল ভারত। শুধু তা-ই না, পয়েন্ট তালিকায় শীর্ষে এখন ব্লু’জরা। ভারতের অষ্টম ম্যাচ ৫ নভেম্বর ইডেন গার্ডেনে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 

ছবি ঋণ : আইসিসি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment